চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে ঘর নির্মাণকে কেন্দ্র করে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মে) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-বাগাদী ইউনিয়নের সকদি গ্রামের মো. খোকন মিজি, তার স্ত্রী সুমী আক্তার ও দেবর সুজন মিজি।
জানা গেছে, স্থানীয় শাহাদাত হোসেন মিজি তার পৈত্রিক ভিটায় একটি পাকাঘর নির্মাণ করছিলেন। ঘরের ছাদ ঢালাই করতে গেলে তার প্রতিবেশী সুমি আক্তার এবং তার স্বামী খোকন মিজি বাধা দেন। একপর্যায়ে ৯৯৯ নম্বরে ফোন করে তারা পুলিশকে জানান। চাঁদপুর মডেল থানার এসআই সেলিম সেখানে যান। পরবর্তীতে অভিযোগের সত্যতা না পেয়ে সেখান থেকে চলে আসেন এবং ঘর নির্মাণে বাধা না দেওয়ার অনুরোধ জানান।
এরপর যথারীতি ঘরের নির্মাণকাজ চলতে থাকে। কিন্তু সুমি ও তার স্বামী খোকন প্রতিপক্ষকে গালিগালাজ ও হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে রোববার সকালে বিষয়টি তারা স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারকে জানানোর পর মেম্বার সেখানে গিয়ে ঘরনির্মাণ অব্যাহত রাখার কথা বলেন। বেলা ৩টার দিকে সুমি একটি সাবল এনে ঘরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এসময় ঘরের মালিক শাহাদাত পুলিশকে বিষয়টি জানান।
পুলিশের কথায় রোববারই তিনি চাঁদপুর মডেল থানায় বসতঘরে হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকি বিষয়ে দুইজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে এসআই ফারুকের নেতৃত্বে দুইজন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে উপস্থিত গণ্যমান্যদের নিয়ে বিষয়টি সম্পর্কে কথা বলার জন্য বসেন। দুই পুলিশের উপস্থিতিতেই সুমি ও তার স্বামীসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে শাহাদাত মিজির পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।
শাহাদাতের ভাতিজা রহিম মিজি ছয়জনকে আসামি করে থানায় মামলা করলে রাতেই পুলিশ সুপারের নির্দেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/