স্টাফ রিপোটার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জেলা লিগ্যাল এইডের সহযোগিতায় সরকারী আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরে ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আতোয়ার রহমান ।
বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন বিল্লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার শুভা চক্রবর্তী, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শেখ সাদি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ বিনয় ভুষন মজুমদার, আইনজীবী অ্যাডঃ নুরুল ইসলাম কমল ।
স্থানীয় সমাজসেবক মাওলানা জাকির হোসেন হিরুর পরিচালনায় অনন্যর মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রিয়াজউদ্দিন ভুটো, স্থানীয় এলাকাবাসী জাকির হোসেন খান,জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ । উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় এলাকাবাসী।