মিজানুর রহমান রানা
চাঁদপুর বাগাদীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলায় মো. দিদার হোসেন তালুকদার নামে একজন মারাত্মক আহত হয়েছে।
জানা যায়, মধ্য বাগাদীর মীর মোশারফ হোসেন তালুকদারের ছেলে মো. দিদার হোসেন তালুকদার (৩০) বুধবার প্রতিদিনকার ন্যায় তার মুদি দোকানে বসে বেচাকেনা করছিলেন। এ সময় ওই এলাকারই মৃত আ. রব গাজীর ছেলে জসিম গাজী (৩০) ও রব গাজী দোকানে এলে দিদার তাদের কাছে পাওনা টাকা চাইলে তারা এলাকার প্রভাব দেখায়। পরে এক পর্যায়ে তারা প্তি হয়ে দিদারের দোকানে ভাংচুর এবং দিদারকে ব্যাপক মারপিট ও আসবাবপত্র ভংচুর করে দোকানের ক্যাশে রাখা ২০ হাজার টাকা, মোবাইল লুট করে নিয়ে যায়।
তাদের অতর্কিত আক্রমণে দিদারের মাথা ফেটে প্রচুর রক্তরণ হলে তাকে চিকিৎসার জন্যে চাঁদপুর আড়াইশ’ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।