শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাগাদী চৌরাস্তা জমিন টাওয়ারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে প্রার্থী বাছাইয়ে ইউনিয়নের তৃণমূল নেতাদের ও মাঠের চাহিদাকে গুরুত্ব দিয়ে দলের প্রার্থী বাছাইয়ের জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমাদের এই বর্ধিত সভায় আসন্ন ইউপি নির্বাচনের আওয়ামী লীগের একক প্রার্থী নির্বাচনের জন্য আমরা আপনাদের মতামত নিতে এসসেছি। বর্ধিত সভার আপনাদের মতামতের ভিক্তিতে এ ইউনিয়নের দলীয় প্রার্থীদের নাম নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আপনাদের মতামতের ভিক্তিতেই জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে দলের একক প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের সিদ্ধান্তের বাইরে যাবেন না। এ সিদ্ধান্তের বাইরে কেউ যদি দলের পরিচয় দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের ঐক্যই আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত।
তিনি আরো বলেন, আমাদের মনে রাখতে হবে যে এবারে দলীয় প্রতিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই দল যাকেই নৌকা প্রতিক দেয় তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের নিজেদের মধ্যে কোনো প্রকার অনৈক্য রাখা যাবে না। নির্বাচনে ব্যাক্তিকে না ভেবে দলের প্রতিকের কথা মাথায় রেখে কাজ করতে হবে।
বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ¦ মো. আব্দুল বারেক গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. বুলবুল আহসান, জাকির হোসেন জয়নাল, আইয়ুব আলী বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ টুনু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাছির গাজী।