রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর ও দক্ষিন দুটি ইউনিট ২ঘন্টাব্যাপী কাজ করার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করছেন প্রায় ২ কেটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস সিভিল স্টেশন এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করতে পারেন নি। এ অগ্নিকান্ডে আশপাশের প্রায় ২শ’ দোকান রক্ষা পায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হল: শ্যামল টেইলার্স, রিয়েল মিডিয়া, মোহনা সুইটমিট, মামুন ষ্টোর, রাসেল ভ্যারাইটিস, ইমন ষ্টোর, শাহাদাত ষ্টোর, আক্কাসের দোকান, রাজ ষ্টোর, স্বপণ ষ্টোর, আমিনের কাপড়ের দোকান, আনোয়ার ষ্টোর, ভেনুশীল টেইলার্স, হাসান ষ্টোর, সোহেল ষ্টোর, সুজন মিডিয়া, আনোয়ার সিমেন্টের দোকান। ব্যবসায়ী জানায়, রাত প্রায় ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটলে আমরা ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিভাঁনো সক্ষম হয়। ঈদকে সামনে রেখে অনেক ব্যবসায়ীরা নতুন নতুন কাপড় ও মালামাল দোকানে তুলেন। সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চাঁদপুর ফায়ার সার্ভিস (উত্তর) এর সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ জানায়, আমাদের দুটি ইউনিট ২ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। স্থানীয় এলাকাবাসী আগুন অনেক উপরে উঠে গেলে আমাদের কে খবর দেয়। এত বড় বাজারে একজন নাইটগার্ড নেই। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমানও নির্নয় করা হয় নি।