চাঁদপুরে আজ সোমবার গাছের গুঁড়ি ফেলে চাঁদপুর-বাবুরহাট-পেন্নাই সড়ক অবরোধ করেন হেফাজতে ইসলামের কর্মীরা। পরে পুলিশ সেখানে গিয়ে অবরোধ সরিয়ে দেয়।
এদিকে, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।
হরতালের সমর্থনে সকাল থেকে সভাপতি মাওলানা লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল করিমের নেতৃত্বে শহরে খণ্ড খণ্ড মিছিল করেছে হেফাজতে ইসলাম। এ ছাড়া চাঁদপুরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের প্রধান প্রধান স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, চাঁদপুরের কচুয়া থেকে তিনজন ও মতলব দক্ষিণ থেকে তিনজন জামায়াত-শিবিরের কর্মীকে আটক করা হয়েছে। নাশকতা করতে পারেন, এমন সন্দেহে গতকাল রাতে তাঁদের আটক করা হয়।
হরতালের কারণে চাঁদপুরের সঙ্গে ঢাকাসহ অন্যান্য জেলার দূরপাল্লার বাস, ট্রাক ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে
চাঁদপুর নিউজ সংবাদ