নিজস্ব প্রতিবেদক:
১৮ দলের মার্চ ফর ডেমোক্রেসি দ্বিতীয় দিনে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতা-কর্মীরা। সকালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বাসর্স্ট্যান্ড এলাকায় জড়ো হয়। কিন্তু ঢাকাগামী কোনো বাস না থাকায় নেতারা বিক্ষোভ মিছিল করে। মিছিলে নেতৃত্বদেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহীম জুয়েল। মিছিলে অংশ গ্রহন করেন মাহবুব খান মুন্না, লিটন সরকার, ইউছুফ মিয়াজী, নাছির পাটওয়ারী, আলী আহমেদ রাজা, শাহাদাত, হান্নান মুন্সী, ইয়াছিন, আল-আমিন, কাশেম, মহসীন, তরুন দলের যুগ্ম আহবায়ক আবু তাহের মোল্লা, রাজ্জাক, আলমগীর প্রধান, আঃ কাদের ভুঁইয়া ও রাসেল। ১৮ দলের ডাকা গণতন্ত্রের অভিযাত্রায় নাশকতা প্রতিরোধে সরকারের তরফ থেকে সারা দেশের ন্যয় চাঁদপুর থেকেও ঢাকা অভিমুখে সড়ক ও নৌযান চলাচল গত শুক্রবার থেকে অদ্যবধি অঘোষিত ভাবে বন্ধ রয়েছে। তবে বিআইডাব্লিউটিএর কর্মকর্তারা এ বিষয়ে কোন স্পষ্ট বক্তব্য প্রদান করেননি। অপরদিকে বিএনপি তথা ১৮দলীয় জোটের অবস্থান কর্মসূচীতে চাঁদপুর থেকে লঞ্চ ও বাস ছাড়েনি। কিন্তু শহর কেন্দ্রিক সিএনজি চালিত অটোরিক্সা, অটো বাইক ও রিক্সা চলাচল ছিলো স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, ব্যাংক ও বীমার কার্যক্রম স্বাভাবিক ছিলো। তবে শহরের টহলরত এবং বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান ছিলো ব্যাপক।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।