প্রতিনিধি
অননুমোদিত বাম্পার ও দুপার্শ্বে এ্যাঙ্গেল লাগিয়ে বাস, ট্রাক, কভার্ডভ্যানের আকৃতি পরিবতন করায়া ৩৮ টি মামলায় ৪২ হাজার ৬’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার চাঁদপুর বিআরটিএ দু’টি ভ্রাম্যমান আদালতে এ জরিমান আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
চাঁদপুর বিআরটিএ সূত্রে জানাযায়, মোটরযান বিশেষ করে বাস মিনিবাস, ,ট্রাক, কভার্ডভ্যানের সামনে-পেছন অননুমোদিত বাম্পার ও দুপাশে তিনকোনা লোহা-ষ্টীলের পাত( এ্যাঙ্গেল) লাগিয়ে আকার- আকৃতি বা কাঠামো পরিবর্তন এবং ট্রাকের বডিতে চোখালো-ধারালো হুক সংযুক্ত করা ও ড্রাইভারের কেবিনের সম্মুখস্থ চ্যাসিসের বর্ধিত অংশ অপসারন না করায় চাঁদপুর বিআরটিএ এ অভিযান পরিচালনা করে।
চাঁদপুর বিআরটিএ সহকারি পরিচালক শেখ ইমরান জানান, বাস মিনিবাস, ,ট্রাক, কভার্ডভ্যানের সামনে-পেছন অননুমোদিত বাম্পার ও দুপাশে তিনকোনা লোহা-ষ্টীলের পাত( এ্যাঙ্গেল) অপসারনের জন্য পত্র-পত্রিকার মাধ্যমে প্রচারনা করার পরও যারা অননুমোদিত বাম্পার ও দুপাশে তিনকোনা লোহা-ষ্টীলের পাত( এ্যাঙ্গেল) বাস মিনিবাস, ,ট্রাক, কভার্ডভ্যানের সামনে-পেছন লাগিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে এ অভিযান। আতিমধ্যে বাস মিনিবাস, ,ট্রাক, কভার্ডভ্যানের সামনে-পেছন অননুমোদিত বাম্পার ও এ্যাঙ্গেল অপসারনের জন্য জেলা প্রশাসকও পুলিশ সুপার ও সরকারি-বেসরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সকলকে জানানো হয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।