চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে সুর ধ্বনি সঙ্গীত একাডেমীর গীতি নৃত্যালেখ্য পরিবেশন হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি হাফেজ আহম্মেদ, চাঁদেও হাটের সভাপতি মজিবুর রহমান, কবি ও গীতিকার মোখলেছুর রহমান মুকুল।
পওে সুর ধ্বনি সঙ্গীত একাডেমীর মনোজ্ঞ মৃত্তিকা শুধু তোমার জন্য গীতি নৃত্যালেখ্য পরিবেশিত হয়। গ্রস্থনায় মোখলেছুর রহমান মুকুল। ধারা বর্নণায় ইমরান হোসেন। অনিতা নন্দীর পরিচালনায় সংগীত ও নৃত্য পরিবেশন করে, পলিন, ইতু মনি, এমাত,প্রান্থ, সৌরভ, মিল্লাত, আরবি, জিআন, সাইরি, লুনা, ফিহা, অনন্যা, প্রগতি, অর্পিতা, অনুভব, আনিকা, অমি, নিহা, সাদি, লুনা, সুহা, ফাবিহা, অনিকা, অর্পিতা, পুস্পিতা, লাখি, মাহি হাসান, দিয়া, মৈত্রি, তন্ময়, লিখুন, রাখি, রিঙ্কি, রাতুল, জেনি, প্রকৃতি, লিমা কোমলমতি শিশুরা অংশগ্রহণ করে।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।