শরীফুল ইসলাম ॥
চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার মুন্সি বাড়িতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আর্তহত্যা করে। আর্তহত্যা কারী হলেন বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার মুন্সি বাড়ির মৃত বশির আহমদের ছোট ছেলে শাহাদাত হোসেন বাবু (২৩) গলায় ফাঁস দিয়ে আর্তহত্যা করে। মৃত শাহাদাতের পারিবারীক সূত্রে জানা যায় শুক্রবার রাতে বাড়ির সকলের সাথে খাওয়া দাওয়া করে তার রুমে ঘুমাতে যায় পরদিন শনিবার সকাল ১১ টার সময় তাদরে ভাড়াটিয়া আবুল বাশারে সাথে দেখা হয়, আবুল বাশার জানায় আমার সাতে কিছুন কথা বলে চলে যায় শাহাদাত। দুই তলা বিশিষ্ট বাড়িটিতে ২য় তলায় শাহাদাত একা থাকত। দুপুরের খাবারের সময় হলে তাকে ডাকা ডাকি করতে থাকে তার বড় ভোন একপর্যায়ে তার কোন সাড়া শব্দ নাপেয়ে শাহাদাতের বড় ভাইকে উপরে যেতে বলে বড় ভাই উপরে যেয়ে দেখে পাখার সিলিংয়ের সাথে দড়ি বাধা অবস্থায় শাহাদাতের লাশ ঝুলছে। মৃত্যুর আগে সে তার নিজ ডাইরিতে লিখে গেছে আমার মৃত্রুর জন্য কেউই দায়ি নয়, এই কথা লিখে রেখে শাহাদাত আর্তহত্যা করে। তার পরিবারের বড় ভোনের সাথে কথা বলে জানা যায়, শাহাদাত তাদের কাছ থেকে টাকা নিয়ে নেশা করতো,কিন্তু এই ব্যপারে তাকে কেউ কিছু বলতোনা,এবং তার সাথে কোন মেয়ের সম্পর্ক আছেকিনা তারাও জানেনা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শাহাদাতের রুমে নেশার দ্রব্য পায় ও তার লেখা ডাইরী পায়। এই ঘটনার পরে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে ,ঘটনা লিখা পর্যন্ত লাশ থানায় রাখা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।