রফিকুল ইসলাম বাবু :
চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ পিছ ইয়াবাসহ মফিজ হালদারের ছেলে ড্যান্সার মিলন হালদার আটক। জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদের নেতৃত্বে এস.আই শামিম ও সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বিকেলে বিষ্ণুদী মাদ্রাসা রোডের টিটুর ভাড়াটিয়া মিলন হালদারর ঘর থেকে অভিযান চালিয়ে পকেট থেকে ২০ পিছ ইয়াবা আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। মিলন হালদার মাদক নিয়ে আরো ৩/৪ বার পুলিশ আটক করেছিল। মিলন হালদার একটি সাংস্কৃতিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে নৃত্যের নামে এ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মিলনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হলে আরো অনেক গোপনীয় তথ্য বের হয়ে আসবে। মিলন হালদারের বাড়ি বাবুরহাট ধনপদ্দি এলাকায়।