চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুরে পুত্র ফজলুল হক প্রধানিয়ার কাঠের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করলেন পিতা ছিদ্দিকুর রহমান প্রধানিয়া (৭০) কে। শনিবার দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে বিষ্ণুপুর প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার সকাল ৯ টায় ঘটনাস্থল থেকে ছিদ্দিকুর রহমানের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। ঘটনার পর ঘাতক পালিয়ে গেলেও বিকেল ৪টায় এলাকাবাসি পুত্র ফজলুল হক প্রধানিয়ারকে আটক করে গনধোলাই দিয়ে থানায় নিয়ে এসে পুলিশের কাছে সোর্বদ করেছে। নিহত ছিদ্দিকুর রহমান প্রধানিয়া সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত রহিম মাষ্টারের ছেলে।
মডেল থানার এসআই ওমর ফারুক জানান, পুত্র ফজলুল হক তার স্ত্রী নয়ন বেগমের সাথে বাক-বিতন্ডায় লীপ্ত হলে পিতা ছিদ্দিকুর রহমান প্রধানিয়া গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করে। পরে স্ত্রী নয়ন পাশের ঘরে গিয়ে রাত্রী যাপন করে।রাত দেড় টায় ছিদ্দিকুর রহমান প্রধানিয়া দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে তাকে মারধর করে।এ সময় তার বাবা পুত্রকে বাঁধা দিলে সে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাঠের টুকরো দিয়ে পিটিয়ে আঘাত করলে ঘটনাস্থলই ছিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। ছিদ্দিকুর রহমান প্রধানিয়া চোখ ও মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে সে নিহত হয়।
এ ঘটনায় ছিদ্দিকুর রহমান প্রধানিয়ার ছোট মেয়ে রিনা বেগম বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় ভাইয়কে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিন রাতে ঘাতক ফজলুল হক প্রধানিয়ার পালিয়ে গেলেও বিকেল ৪টায় এলাকাবাসি মতলব থেকে তাকে আটক করে গনধোলাই দিয়ে থানায় নিয়ে এসে পুলিশের কাছে সোর্বদ করেছে।বিকেল পুলিশ তাকে আদালতে প্রেরন করলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার জানায়, ছিদ্দিকুর রহমান প্রধানিয়া ছেলে ফজলুল হক প্রধানিয়ার দির্ঘদিন যাবত মানষিক রোগে আক্রন্ত। তার মাথা গরম হলেই সে স্ত্রী, ছেলেকে মারধর করতো।ঘটনার দিন রাতে সে স্ত্রী নয়ন বেগমের সাথে বাক-বিতন্ডায় লীপ্ত হলে বাবা বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাঠের টুকরো দিয়ে পিটিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই পিতা ছিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ. এনায়েত উদ্দিন পিপিএম নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করে জানান, ছিদ্দিকুর রহমানের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।