রফিকুল ইসলাম বাবু ঃ চাঁদপুর শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন। সোমবার বিকেলে শহরের স্টেডিয়াম রোডের আল-বারাকা হাসপাতাল ও চাঁদপুর ব্লাড ব্যাংক সেন্টার থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসিন উজ্জ্বল। তার সাথে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. আশরাফ আহমেদ চৌধুরী, ডিসি অফিসের পেশকার মো. জহিরুল ইসলাম। এদিকে আল-বারাকা হাসপাতালে অনিয়ম, ডিউটি ডাক্তার না থাকাসহ সার্টিফিকেটবিহীন ইমার্জেন্সীতে ডাক্তার না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আল-বারাকা হাসপাতালে সার্টিফিকেট না থাকায় আব্দুস সামাদ (২৩) নামের এক কর্মচারীকে এক মাসের সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত। অপরদিকে একই স্থানে চাঁদপুর ব্লাড ব্যাংক সেন্টারে লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানের মালিক মামুন আখন্দ (৩৫)কে ২৫ হাজার টাকা জরিমানা করাসহ ব্লাড সেন্টার সিলগালা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসিন উজ্জ্বল বলেন, আমরা সিভিল সার্জন থেকে অবৈধ লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগণস্টি সেন্টারগুলোর তালিকা নিয়ে সেগুলোতে অভিযান পরিচালনা করছি। যারা এখন হাসপাতালের নামে রোগীদের সাথে প্রতারণা করছে তাদেরকে সাজা প্রদান করা হবে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।