বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনারোড এলাকা থেকে বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। শনিবার বিকেল সারে ৪ টায় যমুনারোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বকুলতলা খোয়াখোলা এসে পুলিশি বাঁধার মুখে পড়ে শেষ হয়। পুলিশ এক পর্যায়ে ধাওয়া দিলে নেতাকর্মীরা বড় স্টেশনের দিকে দৌড়ে পালিয়ে যায় এবং এসময় বিক্ষুদ্ধ কিছু কর্মীরা কয়েকটি অটোরিক্সার গ্লাস ভাংচুর করে। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী ঢালী ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক খোকন মিজি, জেলা যুবদল নেতা খোকা প্রধানিয়া, রহিম হাওলাদার, মুক্তার গাজী, রিপন মাল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম, জেলা ছাত্রদল নেতা জীবন, শহর তাঁতীদলের নেতা মনির প্রধানিয়া প্রমুখ।
অন্যদিকে বিকেল ৪টায় বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল গাজী বাহার ও যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান মাঝির নেতৃত্বে শহরের কোড়ালিয়া রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা রোডে আসলে পুলিশ ধাওয়া করে তাদের ছাত্রভঙ্গ করে দেয়।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।