
চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার যৌথ উদ্যোগে বড়স্টেশন মোলহেডকে নান্দনিক পর্যটন এলাকা করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় মোলহেড এলাকায় যানযট নিরসনের লক্ষে প্রায় ১০টি অবৈধ স্থাপনা ও দোকানপাট সড়িয়ে দেয়া হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল ১১টায় এ অভিযানের নেতৃত্ব দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অভিযান শেষে স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, বড়স্টেশন মোলহেড এলাকা সারাদেশেই সুপরিচিত। এ এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মহোদয়ের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। এলাকাতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন। তারা এসে যেন এ এলাকার মনোরম পরিবেশ ও সৌন্দর্য উপলব্ধি করতে পারে।
তিনি আরো জানান, আমরা এএলাকার যানযট নিরসনের জন্যে কয়েকটি রাস্তা নির্ধারন করছি। আর ওই রাস্তা বের করতে কিছু অবৈধ স্থাপনা ছিলো, তা আমরা সড়িয়ে দিয়েছি।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হাসান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্য অধ্যক্ষ ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
এর পূর্বে মঙ্গলবার (১৮ মে) বিকালে বড়স্টেশন মোলহেড এলাকা নান্দনিক পর্যটন করার লক্ষ্যে পরিদর্শন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এবং চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা এনএসআই এর উপ-পরিচালক শাহ মোহাম্মদ আরমান, পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. মো. হেলাল হোসাইন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলামসহ আরো অনেকে।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/