রফিকুল ইসলাম বাবু, ॥
চাঁদপুর বড় ষ্টেশন এলাকায় রশিদ হোটেলের সামনে হাটা অবস্থায় রাস্তায় পরে মৃত্যুবরণ করে বলে জানাযায়। স্থানীয়রা উক্ত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত লোকটিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে রাত ৮টায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। এদিকে নিহত যুবকের পকেটে থাকা মানিব্যাগে প্রেস লেখা ৩টি কার্ড পাওয়া যায়। উক্ত কার্ডগুলোতে উল্লেখ রয়েছে যুবকের নাম জসিম উদ্দিন আজাদ। সে জামালপুর জেলার দৈনিক নবতান পত্রিকার প্রতিনিধি। এছাড়াও একটি কার্ডে হিউম্যাণ রাইটস মানবাধিকার সদস্য হিসেবেও পরিচিতি রয়েছে। যানাজায়,নিহতের বাড়ি দিনাজপুর জেলার পারবতি থানার রস্তমপুর এলাকায় ।