মিজানুর রহমান রানা ॥
চাঁদপুর বড় স্টেশন মোলহেডের কিছু অংশ গতকাল রোববার প্রবল পানির স্রোত ও ঘূর্নাবর্তে দেবে গেছে। সেই সাথে কিছু অংশে ফাটল ও সরে গেছে শহর রক্ষাকারী ব্লকগুলো।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চাঁদপুর বড় স্টেশন মোল হেডের বিভিন্ন জায়গায় মেঘনা ও ডাকাতিয়া নদীর পানির প্রবল ঘূর্ণাবর্তে ব্লকগুলো সরে গেছে। সেই সাথে কিছু অংশের মাটিও দেবে গেছে। এ খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূরুল্লাহ নূরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, কাউন্সিলরবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থলে গিয়ে এ অবস্থা দেখে তাদের নির্দেশে ট্রলার ভর্তি করে বালির বস্তা এনে ফেলার নির্দেশ প্রদান করেন। সেই সাথে মোলহেডে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপান উচ্ছেদ অভিযান আরম্ভ করেন।
এ ব্যাপারে চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাছির উদ্দিন জানান, আমরা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। সেই মতে, ট্রলারে করে বালি এনে ভাঙ্গন এলাকায় আপাতত ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরবর্তীতে এসব বিষয় আমরা ত্বরিত গতিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও এ আসনের এমপি ডা. দীপু মনিকে জানানো হবে। তিনি আশা করছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
অন্যদিকে নদীর প্রবল ঘূর্নাবর্তে এবং স্রোতে চাঁদপুর পুরাণবাজার হরিসভা এলাকায় ডুবন্ত ব্লকে আটকে গেছে একটি জাহাজ।
এলাকাবাসী জানায়, নদীর পানির স্রোতে এ এলাকা দিয়ে জাহাজ ও লঞ্চ স্টিমার চলাচল এখন ঝুঁকির ব্যাপার। প্রবল ঘুর্নাবর্তে এবং স্রোতে যে কোনো সময় জাহাজ, লঞ্চ স্টিমার তলিয়ে যেতে পারে। এসব বিষয়ে স্থানীয় এমপিসহ সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ এলাকাবাসীর।