শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর মডেল থানার নবাগত ওসি ওয়ালী উল্লাহ অলীকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না জেলা পুলিশ লাইনে বদলী হওয়া ওসি মামুনুর রশীদ। আজ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নিতে থানায় উপস্থিত হন নতুন কর্মকর্তা। কিন্তু মামুনুর রশীদ রাত ৮টা পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে দেয়নি। দায়িত্ব বুঝিয়ে দিতে তালবাহানা করছে। আইজিপি,নির্বাচন কমিশনার ও চাঁদপুর পুলিশ সুপারের স্বারক নং সংযুক্ত চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জের বদলীর নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে। নতুন অফিসার দায়িত্ব বুঝে না পেয়ে থানাতেই অবস্থান করছেন। অপরদিকে বদলি হওয়া অফিসার দীর্ঘ সময় থানার বাহিরে রয়েছেন। এ কারনে দায়িত্ব বুঝে দেয়া থমকে আছে। এ তথ্য সরজমিনে থানা থেকে জানা যায়। পুলিশ হেড কোয়াটার্স স্মারক নং জিএ/১৫-২০১৬(ইস)১৪৩৬।
গত ২২ ফ্রেবুয়ারী চাঁদপুর মডেল থানায় ওসি হিসেবে ওয়ালী উল্লার যোগদান করার কথা থাকলেও সেইদিন বিকেলে নির্বাচন কমিশনার চাঁদপুরে নির্বাচনি তফসিল ঘোষনা করে। সেই কারনে তিনি তার দায়িত্ব বুঝে নিতে না পারায় নিয়ম অনুযায়ী নির্বাচনের পর চিঠি পেয়ে অবশেষে তিনি ১৭ মে মঙ্গলবার মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব বুঝে নিতে আসে। জানা যায়, ওসি ওয়ালি উল্লা ১৯৯২ সালে পুলিশ বিভাগে যোগদান করে সর্ব প্রথম ডিএমপিতে চাকুরী শুরু করেন। তারপর সিএমপি,এসএমপি,চট্রগ্রাম জেলা ও হাইওয়ে পূবাঞ্চলে চাকুরী করেন। তিনি ওসি হিসেবে পদোন্নতি পেয়ে ময়মনসিং জেলার নান্দাইল থানা, চট্রাগ্রাম রাগুনিয়া মডেল থানা ও সর্বশেষ চাঁদপুর হ্ইামচর থানায় চাকুরি করেন। তিনি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স,এমএ,এলএলবি পাশ করেন। ওয়ালি উল্লা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পরিকুল পাড়া গ্রামের মৃত মিন্নাত আলীর ছেলে। সাংসারিক জিবনে তিনি ২ কন্যা সন্তানের জনক। তার পরিবার কুমিল্লায় বসবাস করেন।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।