স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর- মডেল থানার পুলিশ বিভিন্ন অপরাধে শহরের বিভিন্ন স্থান থেকে ১১ জনকে আটক করেছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের তরপুরচন্ডী ,বিশনদী,ঘোলঘরপাকা মসজিদ,প্রফেসার পাড়া, নাজিরপাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মডেল থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদ। তার সাথে সহযোগিতায় ছিলেন, এস আই সোহাগ,এিনাথ,অনুপ চক্রবতী, ওমর ফারুক ও তদন্ত ওসি মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। আটককৃতরা হচেছ,রবিউল,মামুন হোসেন বেপারী,রনি তপাদার,সাগর দেওয়ান,ফরিদ ছৈয়াল,হাছান রাসেল,সাগর দাস,রুবেল গাজী, আবুল বাসার,সোহেল ও সোহাগ।