শাহরিয়ার খান কৌশিক
চাঁদপুর মডেল থানার সামনে, পুরাণবাজার এবং বাবুরহাট এলাকায় ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২জন আহত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টা ৩৫ মিনিট থেকে পৌনে ১০টার মধ্যে এ তিনটি ঘটনা ঘটে।
চাঁদপুর মডেল থানার সামনে অসবরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অফিসের সামনে রাত ৮টা ৩৭ মিনিটে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। সাথে সাথে পুলিশ হাসপাতাল ও থানা রোড এলাকায় অভিযান চালায়। তবে এ ঘটনার সাথে কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
এদিকে নতুনবাজার-পুরাণবাজার সেতু এলাকায় ককটেলের প্রিন্টারের আঘাতে পথচারী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান খোকা (৪২) গুরুতর আহত হন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আজিজুর রহমান খোকা জানান, রাতে পুরাণবাজার সেতু এলাকায় তিনি হাঁটছিলেন। এ সময় তার পাশেই ককটেল বিস্ফোরণ ঘটে। ককটেলের প্রিন্টার তার পায়ে এসে লাগে। খবর পেয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন পাটোয়ারীসহ নেতৃবৃন্দ তাকে হাসপাতালে দেখতে আসেন।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ কাইয়ুম সাংবাদিকদের জানান, থানার রাস্তার সামনে আওয়াজ শুনেছি। তবে একই সময়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি।
এদিকে রাত পৌনে ১০টার দিকে বাবুরহাট বাজার এলাকায় পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় শহরে ও বাবুরহাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।