সহকারী পুলিশ সুপার হিসেবে শেহরিন আলম চাঁদপুরে যোগদান করেছেন। গত ১৬ জানুয়ারি তিনি শিক্ষানবিশ হিসেবে চাঁদপুরে যোগদান করেন। তিনি ৩৭তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। এ বিভাগে যোগদানের পর তিনি রাজশাহীর সারদার পুলিশ একাডেমী থেকে প্রশিক্ষণ গ্রহণ শেষে হাতে কলমে এ বিভাগে পারদর্শী হয়ে ওঠার জন্য পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশ মোতাবেক চাঁদপুর মডেল থানায় যোগদান করেন।
শেহরিন আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেন। তিনি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার আদাশন গ্রামের সন্তান। ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার স্বামী জহিরুল ইসলাম সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। কর্মক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
চাঁদপুর জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী গতকাল ১৮ জানুয়ারি সোমবার সকালে চাঁদপুর সদর মডেল থানায় শেহরিন আলম যোগদান করেন। থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন ও ওসি (তদন্ত) হারুনুর রশিদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।