চাঁদপুর মডেল থানার সামনে থেকে মোটর সাইকেল চোর চক্রের ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গতকাল সোমবার দুপর ১২টায় আটক করা হয়। আটকের পর সে ফিল্মি স্টাইলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে পালানোর চেস্টা চালায়। পরে চাঁদপুর মডেল থানার এ এস আই আহসানুজ্জামান বিষয়টি টের পেয়ে পিছু ধাওয়া করে বিরত্বের সাথে পুনরায় তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বাবুহাট খলিশাঢুলি গ্রামের ইব্রাহীম শেখের পুত্র সুমন শেখ (২২) একজন ওয়ারেন্টভুক্ত মোটর সাইকেল চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একাধিক মোটর সাইকেল চুরির মামলা রয়েছে। এছাড়াও বেসকিছুদিন আগে শহর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ সদর উপজেলার মহামায়া বাজার থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে সে জামিনে বেরিয়ে পুনরায় মোটর সাইকেল চুরির সাথে জড়িয়ে পড়ে।
ঘটনার দিন সোমবার দুপুর ১২টার দিকে সে চাঁদপুর মডেল থানা এলাকায় আসে। এসময় মডেল থানার এ এস আই আহসানুজ্জামান চিনতে পেরে তাকে আটক করে। পরে থানার ডিউটি অফিসারের কক্ষে রেখে নাম ঠিকানা লিখার সময় হটাৎ সে দৌড়ে পালাবার চেস্টা চালায়। টের পেয়ে এ এস আই আহসানুজ্জামানও তার পিছু নেয়। এক পর্যায়ে তাকে রেজিস্টি অফিসের সামনে থেকে উপস্থিত লোকজনের সহায়তায় পূনরায় আটক করতে সক্ষম হয়। পরে তাকে কোটে চালান দেয়া হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।