চৌধুরী ইয়াসিন ইকরাম
ইদানিং চাঁদপুর শহরে মোটর সাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বাসা-বাড়ির গেটের তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি হচ্ছে। চুরি হওয়া মোটর সাইকেলের মালিকদের অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে চাঁদপুর মডেল থানায় মোটর সাইকেল মিস্ত্রিদের নিয়ে থানার অফিসার ইনচার্জ আঃ কাইউম মতবিনিময় করেন। মতবিনিময় শেষে ওসির নির্দেশে মডেল থানার এসআইগণ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটক করেন।
রোববার সন্ধ্যায় শহরের মধ্য তরপুরচণ্ডী এলাকার আজম গাজী বাড়ির রফিক বেপারীর ছেলে বাবুকে পুলিশ মোটর সাইকেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আটক করে থানায় নিয়ে আসে। অভিযান পরিচালনা করেন মডেল থানার এসআই গৌতম। রাত ১১টার পর শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় রেজিস্ট্রেশন নেই এমন বিভিন্ন মডেলের গাড়ি আটক করে পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় এসআই গৌতম, এসআই আজাদ ও এসআই আমিনুল প্রায় ১৩টি গাড়ি আটক করে থানায় নিয়ে আসেন। এ দিকে রোববার রাত থেকেই প্রশাসনের লোকদের কাছে সরকার দলীয় লোকজন মোটর সাইকেল ছেড়ে দেয়ার জন্য তদবির করতে থাকেন। এ জন্য প্রশাসনের কর্মকর্তারা বিরক্তবোধ করছেন। গতকাল সোমবার বিকেলে থানা এলাকায় দেখা যায় ক্ষমতাসীন দলের লোকজনকে। তারা রাজনৈতিক পরিচয় দিয়ে গাড়ি ছাড়িয়ে নিতে চাইলে পুলিশ অপারগতা প্রকাশ করে। সম্প্রতি ওয়্যারলেস এলাকায় ব্যবসায়ী উজ্জ্বলের বাসার গেটের তালা ভেঙ্গে পালসার গাড়িসহ দক্ষিণ জিটি রোড এলাকা থেকে বেশ কয়েকটি গাড়ি চুরি হয়েছে।