রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাজীপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জের হিসেবে সহপাঠীর ব্যাটের আঘাতে আরেক সহপাঠী কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মোঃ জালালউদ্দিন। তার বাবার নাম মহিউদ্দিন। সে হাজীপুর কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। জানা যায়, সোমবার বিকেলে মাদ্রাসার মাঠে নিহত কিশোর বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে তার সহপাঠী রিয়াদের সাথে খেলা নিয়ে তার কথা কাটাকাটি হয়। এসময় রিয়াদ বিক্ষুব্দ হয়ে মহিউদ্দিনের মাথায় ব্যাট দিয়ে আঘাত করে। তাতে গুরুতর আহত হয় মহিউদ্দিন। সন্ধ্যায় তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেবার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাতে সে মারা যায়। পরে মঙ্গলবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠিয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে নিহত কিশোরের বন্ধু রিয়াজ পলাতক রয়েছে।