চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও চাঁদপুর-মতলব-পেন্নাই সড়ক অবরোধ করে পিকেটিং করেছে হরতালকারীরা।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের শুরুতে বুধবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ সড়ক অবরোধ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাটে ও চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তা সড়ক অবরোধ করে পিকেটাররা।
খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ এসব রাস্তা পরিস্কার করে যান চলাচলের উপযোগী করে। কিন্তু হরতালের কারণে দূরপাল্লা বা অভ্যন্তরীণ রুটে কোনো ভারী যানবাহন চলাচল করছে না। তবে ট্রেন ও লঞ্চ চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।
এদিকে, সকাল থেকেই চাঁদপুর শহরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েলের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল বের হয়।
সকাল ১১টার দিকে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, পিকেটিংকালে এখনো পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।