স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর মহিলা কলেজ রোডে বখাটে যুবকদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তাদের প্রায়ই কলেজের মূলগেইটের আশে-পাশে, হাসান আলী স্কুলের মাঠের কর্নারে আনা-গোনা করতে দেখা যায়। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ সম্মূখ এলাকায় অলি-গলি গুলোতে অবাধে ঘুরা ফেরা করে। কলেজ পড়–য়া ছাত্রীদের প্রাই উত্তপ্ত করার অভিযোগ আসে। বখাটেরা দলবেঁধে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। বিভিন্ন আপত্তিকর কথা বলে। ছাত্রীরা ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
ঐরোডে বসবাসরত একজন গার্ডিয়ান জানান, বখাটে যুবকদের অত্যাচারে মেয়েরা অবাধে কলেজে যেতে পারছেনা। তারা দলবেঁধে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, খারাপ কথা বলে, সীস দেয়। এক ছেলেকে প্রতিবাদ করলে আমার উপর চওড়া হয়ে উঠে। এতে করে ছাত্রীরা পড়ার আগ্রহ হারিয়ে ফেলে। শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম হয়। পরিবেশ ব্যাহত হয়। গার্ডিয়ানরা দুঃশ্চিন্তায় পরতে হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তর গুরুত্বপূর্ন বিষয়টি আমলে নিয়ে যথাযত ব্যাবস্থা নিবেন এমন প্রত্যাশা সকলের।
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।