স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জি আর ৫৫/১০ মামলার স্বাক্ষ্য দিলেন চাঁদপুর ১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি।অাজ ৮ আগস্ট মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফের আদালতে স্বাক্ষ্য গ্রহণ করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৬ অক্টোবর ও ১৭ অক্টোবর ড. মহিউদ্দিন খান আলমগীরের গাড়ি বহরে কচুয়া সাচার বাজার এলাকার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ও তর স্ত্রী নাজমুন্নাহার বেবিসহ বেআইনি জনতাবদ্ধ হয়ে গাড়িতে গুলিবর্ষণ ও ভাংচুরের ঘটনা ঘটে। ২০০৩ সালের এই ঘটনায় সাচার এলাকার আওয়ামীলীগ নেতা মোঃ কলিমুল্লাহ বাদি হয়ে ২০১০ সালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ও তর স্ত্রী নাজমুন্নাহার বেবিসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির প্রধান স্বাক্ষি ড. মহিউদ্দিন কান আলমগীর গতকাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে স্বক্ষ্য প্রদান করেন। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা তিনি আদালতে উপস্থিত থেকে স্বাক্ষ্য প্রদান করেন। আসামী পক্ষের আইনজীবি অ্যাডঃ কামরুল ইসলাম অভিযোগের বিষয়ে ড. মহিউদ্দিন খান আলমগীরকে জেরা করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যডিশনাল পিপি অ্যাডঃ রেজা পহলবি মুজিব শেলি।