মিজানুর রহমান রানা
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক ও নাট্যপরিষদের সভা বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন করার লক্ষ্যে চাঁদপুরের সকল সাংস্কৃতিক সংগঠন, নাট্য সংগঠন, নৃত্য সংগঠন ও আবৃত্তি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৪-এর চেয়ারম্যান অ্যাড. সলিম উল্যাহ সেলিম। এ সময় তিনি বলেন, ‘আমরা যেনো কোনো রকমের অনিয়মে পা না দেই। কারো কোনো টেলিফোন বা সুপারিশে আমরা কান দেবো না। কারণ আমরা সবাইকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের নিজস্ব একটা সত্ত্বা আছে। আমরা আমাদের সত্ত্বাকে বিসর্জন দিয়ে কিছুই করবো না। তিনি আরো বলেন, কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের বিজয়মেলাকে খাটো করা যাবে না। মানুষের আশা প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। আমরা সবাই মিলে বিজয়মেলাকে সমৃদ্ধ করার জন্য কাজ করবো। এমন কোনো অনুষ্ঠান উপস্থাপন করা যাবে না, যাতে করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট হয়।’
সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক কৃষ্ণা সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলার মহাসচিব অ্যাড. বদিউজ্জামান কিরণ। আরো বক্তব্য রাখেন নাট্যপরিষদের আহ্বায়ক বিএম হান্নান, সদস্য সচিব মৃণাল সরকার, মাঠ ও মঞ্চ উপকমিটির আহ্বায়ক হারুন আল রশীদ, লাকী কুপন উপ-কমিটির আহ্বায়ক শহীদ পাটওয়ারী. চন্দ্রনাথ ঘোষ চন্দন, তাহমিনা হারুন, পীযুষ কান্তি রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা সাধন সরকার প্রমুখ। এছাড়াও মেলার বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্যসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।