চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শনিবার সন্ধ্যায় স্মৃতিচারণ মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম অ্যাড. আবু জাফর মাইনুদ্দিনের কন্যা অ্যাড. নুরজাহান বেগম মুক্তা। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এদিনে আমি প্রথমে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের উজ্জতের বিনিময়ে অর্জিত লাল সবুজের মানচিত্র পেয়েছি তাদের। মানুষ চাইলে এমপি, মন্ত্রি হতে পারবে, কিন্তু মুক্তিযোদ্ধা হওয়া যাবে না। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি গর্বিবোধ করি যে আমি মুক্তিযোদ্ধার সন্তান। যুদ্ধপরাধীদের বিচার সময়ের প্রয়োজনে এবং জাতিকে কলঙ্ক মুক্ত করতে শুরু হয়েছে। এত জননেত্রী শেখ হাসিনাকে বিভিন্ন দেশ থেকে বহু হুমকি ধমকি দেয়া হয়েছে, তাতেও তিনি এ বিচার থেকে এক পা পেছননি। তিনি আরো বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ স্বপরিবারকে হত্যার পর এদেশের ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করছে। তারাই এখন আবার যুদ্ধপরাধীদের বাঁচানো এবং ইতিহাসকে বিকৃতি করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রি বেগম খালেদা জিয়া কিছু দিন আগে বরেছিলেন, তার দু’সন্তান অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছে। আমরা মানছি তারা অসুস্থ এবং মানসিক রোগী। তাই বলে একজন মানসিক রোগী যখন যা খুশি তাই বলবে তা হতে পারে না। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে ২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ এবং ৪১ সালের মধ্যে এদেশ উন্নত দেশে পৌছবে। আমি আশা করিছি আওয়ামীলীগ সরকার দেশে যে উন্নয়ন করেছে, তা আগামিতেও অব্যাহৃত থাকবে। যুদ্ধপরাধীদের বিচার থেকে জামায়াতকে বাঁচানোর জন্য বিএনপি ৫ জানুয়ারীর নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই বলে তার দায় দায়িত্ব কেন দেশের জনগণকে নিতে হবে। তা হতে পারে না। আমাদেরকে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আসার সুযোগ করে দেওয়ার জন্য সকল মুক্তিযোদ্ধাদের এবং এ মেলা কমিটির সকলকে ধন্যবাদ জানাই।
মুক্তিযুদ্ধের সংগঠক জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে এবং বিজয় মেলার মহাসচিব অ্যাড. বদিউজ্জামান কিরণের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা অজিত সাহা।
উপস্থিত ছিলেন, বিএলএফ কমান্ডার হানিফ পাটওয়ারী, বিজয় মেলার স্মৃতিচারণ পরিষদের আহ্বায়ক মহসীন পাটওয়ারী, সদস্য সচিব মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, জেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম- আহ্বায়ক এম এ হাসান লিটন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।