চাঁদপুর মাসব্যাপি মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে ঘিরে চলছে
ফুটপাত দখলের পায়তারা। চাঁদপুওে গৌরবের ২৩ বছর পুর্তি মাসবাপি মুক্তিযুদ্ধেও বিজয় মেলা আগামী পহেলা ডিসেম্বও থেকে শুরু হতে যাচ্ছে। তাকে ঘিরেই কতিপয় ব্যাক্তিরা শহীদ মুক্তিযুদ্ধা সড়কের মুক্তিযুদ্ধেও স্মৃতী ফলক অঙ্গিকারের লেকের পাড় ঘেষে সিএনজি ষ্টেসন থেকে শুরু কওে ছায়াবাণী মোড় পর্যন্ত দীর্ঘ লাইনে স্থানিয় একটি চক্র ফুটপাত দখলে মেতে উঠেছে। এসব দখলদাররা এখন থেকেই ভাম্যমান হকারদেও কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সড়ক দখল করে রাস্তার পাশে স্থাপনা তৈরিতে ব্যান্ত হয়ে পরেছে। গত ১৭ নভেম্বর রাতের যে কোন সময় কতিপয় অজ্ঞাতরা লেকের প্রথম ঘাটের পশ্চিমাংশে প্রায় ১০-১২ টি চটি বসিয়ে দখল করেছে। একই ভাবে পুর্বাংশে সেন্ট্রাল হাসপাতালের সম্মুখে বাশের তৈরি স্থাপনা কওে দখল করেছে। সাধারন জনগন জানায় এসব অবৈধ দখলদারদের কারনে চাঁদপুরের ঐতিহ্য মুক্তিযুদ্ধেও বিজয় মেলার ভাবমুর্তি ক্ষুন্ন করা হচ্ছে। কেননা ১৯৯২ সাল থেকে শুরু হওয়া এ বিজয় মেলায় কেউ কখনো এভাবে ফুটপাত দখলের পায়তারা করতে সাহস পায়নি। এ বছর স্বাধিনতা স্বপক্ষের সরকার রাষ্ট্রিয় ক্ষমাতায় থাকার পর এভাবে ফুটপাত দখলের পায়তারা কোনভাবেই মেনে নেওয়া যায়না। জনগন এসব দখলদারদেও বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপার ও পৌর মেয়রের সু-দৃষ্টি কামনা করছেন। মাসব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলার পক্ষ থেকে গত ১৬ নভেম্বর মেলা প্রাঙ্গনের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অঙ্গিকার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যপৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের বরাবর একটি আবেদন করা হয়েঢছে। এ আবেদনের অনুলিপি জেলা প্রশািসক ও জেলা পুলিশ সুপার বরাবর দেওয়া হয়েছে বলেও মেলা কমিটি জানায়।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।