চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে ফরিদগঞ্জ সংগীত একাডেমী ও থিয়েটার, উদীচি শিল্পীগোষ্ঠী ও মেঘনা থিয়েটারের নাটক মঞ্চায়িত হয়েছে। গতকাল ২৩ডিসেম্বও মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় ফরিদগঞ্জ সংগীত একাডেমী ও থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করে, জাহিদ হাসান রাফি, নাদিয়া ফারজানা নিশাত, উম্মে হাবিবা, সুষমা দাস চৈতি, তানিয়া অক্তার মিম, অনামিকা আফরিন মীম, ইসরাত জাহান তৃষা, নাজনীন নাহার পান্না, খাদিজা আক্তার রিভা, ফারজানা আক্তার আখি, আমেনা আক্তার, নিশা মনি, নুশরাত জাহান রিভা, ফারহানা আক্তার পপি, পাপন গুপ্ত, দীপক সাহা, হাবিবা জাহান মায়া, জাহিন সুলতানা নিপুন, মাইশা মুনতাজ অহসা, হালিমা বেগম, বেবী বেগম, হালিমা বেগম রিনা, নাছরিন আক্তার, আমেনা বেগম, আমেনা বেগম লাভলী। সার্বিক ব্যবস্থাপনায় আমান উল্ল্যাহ।
রাত ৮ টায় চঁাঁদপুর উদীচি শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন, কৃষ্ণা সাহা, ইতু চক্রবর্তী, অনিতা নন্দী, ইয়াহিয়া পলি, ঝিরি সাহা, সুদীপ, হেলাল উদ্দিন, আরবি, মিল্লাদ, প্রান্থ।
রাত ৯টায় চাঁদপুর মেঘনা থিয়েটারের পরিবেশনায় হিরেন্দ্র কৃষ্ণ দাস রচিত স্বাধীনতার শত্রু নাটক মঞ্চায়িত হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, অভিজিত অভি, কামাল হোসেন, শামছুজ্জামান, হারুনুর রশিদ ডাক্তার, সোহেল রানা, রানা, জিল্লুর নহমান, নীরব, রুবেল, মীম, পূজা, সোহাঈদ, জাবেদ রহমান। নির্দেশনায় হারুন রশীদ ডাক্তার।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।