শাহরিয়ার খান কৌশিক,
চাঁদপুর মেঘনা নদীতে নৌ পুলিশ অভিযান চালিয়ে জাল নৌকা জাটকা ইলিশসহ ৬ জেলেকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালে মেঘনা নদীতে মাছ ধরার সময় রাজরাজেশ্বর ইউনিয়নের ঢালিকান্দি ও ব্যাপারি কান্দির ইয়াসিন(২৬),শাহেদ আলী বেপারী(২৮),নিজাম উদ্দিন সরকার(৩৫),বিল্লাল হোসেন (২৭),আনোয়ার হোসেন (২৬) ,রশিদ সরদার (৩৫)কে আটক করে নৌ পুলিশ।
আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিদুর জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ৬ জেলেকে এক মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর নৌ থানার ওসি মোঃ আবু তাহের খান ও এ এস আই ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স।
নৌ থানার ওসি আবু তাহের খান জানায়, ১ মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ইলিশের পোনা জাটকা সংরক্ষনে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদিতে জাল ফেলা নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ষাটনল থেকে এবং হাইমচর উপজেলা চরভৈরবী হতে লক্ষিপুর জেলার চর আলেকজান্ডার পযর্ন্ত ১০০ কিলোমিটার নদি এলাকা সকল প্রকার জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ করেছে।
কিছু অসাধু জেলেরা সরকারের নিয়ম নীতি উপেক্ষা করে অধিক লাভের আশায় মেঘনা নদীতে কারেন্ট জাল ফেলে জাটকা ইলিশ নিধন করছে। নৌ পুলিশ প্রতিদিন নদীতে অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করার সময় জাটকা ইলিশ কারেন্ট জাল সহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে বামন আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়। জাটকা নিধন বন্ধে নৌ পুলিশের অভিযান এই দুই মাস অব্যাহত থাকবে।