চাঁদপুর শহরের পুরাণবাজার মেঘনা নদীর ঘূর্ণন প্রবল স্রোতের কবলে পড়ে আহসান কাজী (৩২) নামে এক জেলে নিখোঁজ হওয়ার ২ দিনেও সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জেলে আহসান কাজী মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ং বাজার এলাকার কালু কাজীর ছেলে।
জেলে নিখোঁজের ঘটনাটি ঘটে ২৪ জুলাই বিকেলে পুরাণবাজার দুধবাজার এলাকায় মেঘনা নদীতে।
গত দুইদিন যাবৎ নিখোঁজ হাওয়া জেলেকে উদ্ধার করার জন্য তার পরিবারের স্বজনরা নদীর তীরবর্তী এলাকায় অবস্থান করে খোঁজ করতে থাকে।
নিখোঁজ আহসান কাজীর লাশ উদ্ধার করার জন্য বেশ কয়কেটি জেলে নৌকা চরাঞ্চল নদীর তীরবর্তী এলাকায় গিয়ে তল্লাশী চালায়। লাশের সন্ধান না পাওয়ায় তার পরিবারের স্বজনরা হতাশ হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জেলে নৌকা স্রোতের বিপরীত অতিক্রমকালে নৌকা থেকে আহসান কাজী নামে ওই জেলে নদীতে পড়ে যায়।
মেঘনা নদীর প্রচন্ড ঘূর্ণিপাকে পরে তলিয়ে গিয়ে আহসান কাজী নিখোঁজ হয়।
সন্ধান পেতে স্বজনরা নদীতে মাইকিং করছে।
শিরোনাম:
সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।