স্টাফ রিপোর্টার: ॥ বরিশাল থেকে ৫শ’ তরমুজ নিয়ে ছেড়ে আসা স্ট্রীল বডি ট্রলার প্রচন্ড ঘুর্ণি চাঁদপুর মেঘনা নদীতে ডুবেগেছে। ট্রলারে থাকা ৩ জন আরোহি নিখোঁজ রয়েছে, বলে তরমুজের ব্যবসায়ী রসূল খান জানান।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর মেঘনা মোহনার নিকটবর্তী পুরাণ বাজার হরিসভা এলাকায় মেঘনা নদীতে ট্রলারটি দূর্ঘটনার কবলে পড়ে।
ট্রলারে থাকা তরমুজের মালিক রসূল খান বলেন, ৫শ’ তরমুজ নিয়ে বরিশাল থেকে সকালে ছেড়ে আসে ট্রলারটি। এসব তরমুজ চাঁদপুর শহরের চৌধুরীঘাট আড়তে পৌছানোর কথা ছিলো। কিন্তু দূর্ভাগ্য বসত প্রচন্ড ঘুর্নি কাত হয়ে মেঘনা নদীতে নিমজ্জিত হয়। এ সময় ট্রলারে থাকা সব তরমুজ পানিতে ভেসে যায়। তবে ট্রলারে থাকা ৫জনের মধ্যে ২জন সাতরিয়ে নদী পাড়ে উঠে আসতে সক্ষম হলেও ৩জন নিঁেখাজ রয়েছে । এরা হচেছ,হযরত আলী, আকবর প্রধানিয়াও ইউছুফ দেওয়ান। এদের বাড়ী শরিয়তপুর এলাকার সখিপুর।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলারে থাকা ৫ ব্যাক্তির মধ্যে ২জন উদ্ধার হলেও ৩জন ও ট্রলারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে এর পূর্বেও ট্রলার এবং মালবাহী একাধিক কার্গো দূর্ঘটনার শিকার হয়। এ ব্যাপারে নৌ-ফাঁড়িতে সাধারন ডাইরি করা হয়েছে।