মিজানুর রহমান রানা
# অচিরেই চাঁদপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে
চাঁদপুর মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার শিক্ষা-চিকিৎসা ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের যোগ্য দেশ পরিচালনায় এবং চিকিৎসাসংক্রান্ত যন্ত্রপাতির শুল্ক প্রত্যাহার করায়। ব্যক্তিখাতে বিনিয়োগ হয়েছে, ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালে বিনিয়োগ হয়েছে। সারাদেশে মেডিকেল এসিসটেন্টরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তাদের বিদেশেও ভালো কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। যারা এখানে পড়াশুনা করে পাস করবে তাদের চাকুরির চিন্তা করতে হবে না, তাদের মেধা ও যোগ্যতায় এমনিতেই কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তিনি আরো বলেন, চাঁদপুরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। আশা করছি অচিরেই চাঁদপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। তাছাড়া চাঁদপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার নিশ্চিত করার লক্ষ্যে একটি নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ও তা চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, চাঁদপুরে একটি সরকারি মেডিকেল কলেজ, সাংস্কৃতিক কমপ্লেক্স ও আধুনিক নদী বন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
শনিবার শহরের মিডল্যান্ড হাসপাতালের ৫ম তলায় চাঁদপুর মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি এসব কথা বলেন। চাঁদপুর ম্যাটস-এর অধ্যক্ষ ডা. হারুনুর রশিদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিক ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত, বিএমএ সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম। অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্র-ছাত্রীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইলিয়াস ও ইয়াসমিন। পরে চাঁদপুর মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল কর্তৃপক্ষ প্রধান অতিথির ডা. দীপু মনির হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন।