রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরে আবারো সক্রিয় হয়ে উঠেছে চোর চক্র। এর শহরের বিভিন্ন এলাকায় দোকান-পাট ও বাসা বাড়িতে অভিনব পন্থা অবলম্বন করে একের পর এক দূর্ধষ চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। চাঁদপুর মডেল থানা পুলিশ কমিউনিটি পুলিশের চোখ ফাঁকি দিয়ে এহেন কর্মকান্ডে চিন্তিত হয়ে পরেছে জেলার শান্তিপ্রিয় সচেতন মহল। এবারে খোদ চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কালিবাড়ি এলাকার চাঁদপুর মেডিকেল হল নামের একটি ফার্মেসীতে দূর্ধষ চুরির ঘটনা ঘটে। রাতের আঁধারে চোরচক্র ওই দোকানের চাল কেটে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ সাড়ে ৩ লাখ টাকা এবং ৩ লাখ ৬০ হাজার টাকার ঔষধ নিয়ে গেছে। ওই এলাকার পুলিশ বক্সের মাত্র কয়েকগজ দূরে এই ঘটনা ঘটায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চাঁদপুর ফার্মেসীর স্বত্ত্বাধিকারি হুমায়ুন কবির জানায়, প্রতিদিনের ন্যায় তিনি রাতে দোকান বন্ধ করে সকল তালা লাগিয়ে বাড়িতে চলে যান। সকালে ম্যানাজার বিল্লাল হোসেন দোকান খুলে মালামাল এলোমেলো এবং ক্যাশবাক্স ভাঙা দেখতে পান। পরে তিনি চুরির ঘটনাটি বুজতে পেরে, সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। তিনি আরো জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চোর চক্রের এক যুবক (বয়স আনুমানিক ২৭/২৮) মুখে কাপড় বেঁধে রাত ২টা ১০ মিনিটে দোকনে প্রবেশ করে। এর পর সে সুকৌশলে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ব্যবহার করে ক্যাশ বাক্সের তালা কেটে ড্রয়ার খুলে নগদ সাড়ে ৩ লাখ টাকা এবং ৩ লাখ ৬০ হাজার টাকার ঔষধ নিয়ে পালিয়ে যায়। চাঁদপুর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে সকালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভিডিও ফুটেজ সহ বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করেন। এ বিষয়ে মডেল থানায় একটি লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।