স্টাফ রিপোর্টার
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। তফসিল অনুযায়ী সমিতির সভাপতি (১), সহ-সভাপতি (১), সম্পাদক (১), সহ-সম্পাদক (১), কোষাধ্যক্ষ (১) ও ব্যবস্থাপনা কমিটির সদস্য (পরিচালক পদে ৭জন) মোট ১২টি পদে আগামী ২ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা সমবায় অফিসার পরিদর্শক মো. মোতালেব খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তফসিলের বিষয়টি নিশ্চিত করা হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৩১ মে থেকে ১ জুন-২০১৭ইং সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরন করা হবে। আগামী ৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল/গ্রহন করা হবে। ৬ জুন বেলা ১১টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ করা হবে। ৭ ও ৮ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা সমবায় কার্যালয়ে মনোনয়নপত্র বৈধতা/বাতিলের বিষয়ে আপিল গ্রহন। ১১ থেকে ১৩ জুন জেলা সমবায় কার্যালয়ে আপিলের শুনানী গ্রহন। ১৪ জুন সকাল ১০টায় আপিলের শুনানী শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ (সমিতির নোটিশ বোর্ডে)। ১৫ জুন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সমিতির কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। ১৬ জুন বেলা সারে ১২টায় সমিতির কার্যালয়ে চুড়ান্ত প্রার্থীতা প্রকাশ ও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গণনার পরপরই ফলাফল ঘোষনা করা হবে।