সভাপতি আঃ খালেক মাল ও সম্পাদক মোঃ শবেবরাত
শওকত আলী ॥
চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগঠন, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-০৫) এর নর্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও ঝাকজমক ভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২ জুলাই) রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ২শ’ ৮৫ জন ভোটারের মধ্যে ২শ’ ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ১২টি পদের জন্য সর্বমোট ২২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করে। নির্বাচনে সভাপতি পদে হাজী আবদুল খালেক মাল (চেয়ার) প্রতিক নিয়ে ১শ’৮৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে হাজী মো. শবেবরাত সরকার (মাছ) প্রতিক নিয়ে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে হাজী আবদুল খালেক মাল (চেয়ার) ১শ’৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজী মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া (আনারস) পেয়েছেন ৮৪ ভোট। সহ-সভাপতি পদে রোটা. আবদুল বারী মানিক জমাদার (দোয়াত কলম) ১শ’ ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাজী আবদুর রব চোকদার (গোলাপ ফুল) পেয়েছেন ৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩ প্রার্থীর মধ্যে হাজী মো. শবেবরাত সরকার (মাছ প্রতিক) ১শ’৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে অন্য ২ প্রার্থী পেয়েছেন যথাক্রমে হাজী মো. আনোয়ার হোসেন গাজী (আম) ১শ’ ২০ ভোট এবং মো. ইদ্রিছ আলী গাজী (গরুর গাড়ি) ২২ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে মো. ইউসুফ বন্দুকশী (মোমবাতি) ১শ’ ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো. শাহজাহান বেপারী (খেঁজুর গাছ) পেয়েছেন ১শ’১০ ভোট।
কোষাধ্যক্ষ পদে মো. মাইনুদ্দীন বেপারী (দেয়াল ঘড়ি) ১শ’ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাদশা মাল (মই) পেয়েছেন ১শ’ ২৭ ভোট। সদস্য পদে ৭ জনের অনুকূলে প্রার্থী ১০ জন নির্বাচন করেছেন। এদের মধ্যে নির্বাচিতরা হলেন, আবদুল খালেক বেপারী (হাঁস)১শ’ ৮৫ ভোট, চন্দন কুমার দাস (টেলিভিশন) ১শ’ ৩২ ভোট, রুহুল আমিন গাজী (চাকা) ১শ’ ২৯ ভোট, মাসুম মিয়া (কলস) ১শ’ ৪৯ ভোট, মো. সুমন খান (পদ্ম ফুল) ১শ’ ২৩ ভোট, জাহাঙ্গীর জমাদার (কুঁড়ে ঘর) ১শ’ ২১ ভোট, ওমর ফারুক (টিউবওয়েল) ১শ’ ৯২ ভোট, হাজী মো. জমির খান (উড়োজাহাজ) ১,’ ৩১ ভোট। অপরদিকে সদস্য পদে ৩ পরাজিত প্রার্থী পেয়েছেন যথাক্রমে দাদন মিয়া বেপারী (মোরগ) ১,’ ২২ ভোট, সিরাজুল ইসলাম বেপারী (বই) ৯২ ভোট, মো. সালাউদ্দিন খান (হরিণ) ৪১ ভোট।
এ নির্বাচনে যারা বিজয় লাভ করেছেন তারা আগামী ৩ বছরের জন্য চাঁদপুর মৎস্য বনিক সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির পরিচালনা করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন জেলা সমবায় পরিদর্শক মোঃ মোতালেব খান। তার সহযোগীতায় ছিলেন অমল চন্দ্র নন্দী ও আলমগীর হোসেন। কুলিং অফিসারের দায়িত্বে ছিলেন সোহাগ উদ্দিন, অরূপ কুমার দেবনাথ, জিল্লুর রহমান, শাহাবুদ্দিন, সফিউদ্দিন, সঞ্জয় চন্দ্র মজুমদার।