প্রতিনিধি
চাঁদপুর শহরে যানজট নিরসনে কোনো ব্যবস্থা নেই। প্রতিনিয়তই শহরের সকল সড়কে তীব্র যানজট লেগে রয়েছে। আর এতে করে শহরবাসী চরমভাবে দুর্ভোগের শিকার পোহাতে হচ্ছে। চাঁদপুর পৌরসভা যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শহর থেকে ছোটখাটো যানবাহন বাহির হওয়ার জন্য বাইপার্স সড়ক তৈরি করে তাহলে হয়তো শহরবাসী এ যানজটের নাকাল থেকে রক্ষা পাবে।
গত কয়েক মাসধরে চাঁদপুর শহরে যানজটের মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। আর এ যানজটের মূল কারণ হলো কতিপয় ব্যাক্তিরা অসদুপায়ে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। শহরের রাস্তা ঘাট সংকুচিত হয়ে গেছে। যারফলে শহরের সড়ক গুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। আর এই যানজটের কারণে স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা শুক্রবার ব্যাতিত অন্য সকল দিনেই স্কুল কলেজে আসা যাওয়ার সময় যানজটের নাকালে পরে তাদের মূল্যবান সময় নষ্ট করতে হচ্ছে। শুধু শিক্ষার্থীরা নয়, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা ও যানজটের কবলে পরে নির্দিষ্ট সময়ে অফিস যেতে পারছেনা।
গতকাল রোববার ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চাঁদপুর শহরের দীর্ঘতম যানজট দেখা দেয়। আর তার কারণ ছিলো পিএসসি পরীক্ষা। চাঁদপুর সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে সকাল থেকে পরীক্ষার্থীরা ছোট খাটো পরিবহন ভাড়া করে পরীক্ষা কেন্দ্রগুলোতে আসে। যার ফলে সকালে এই যানজটের সৃষ্টি হয়। একই অবস্থা দেখা দেয় দুপুর দেড়টায় পরীক্ষা শেষ হলে। শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের হকার্স মার্কেট থেকে শুরু করে ছায়াবানী মোড় পর্যন্ত। এইটুকু সড়ক পারি দিতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। একই অবস্থা দেখা যায় মরহুম করিম পাটওয়ারী সড়কে। গনি মডেল উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে মহিলা কলেজ সড়ক পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি। এই পথটুকু সিএনজি স্কুটার, অটো বাইক ও রিক্সাযোগে যেতে সময় ব্যয় হয় একই সমান। এতে করে মূল্যবান সময় নষ্ট করতে হলো শহরবাসীর। ভুক্তভোগীদের দাবি যত দ্রুত সম্ভব চাঁদপুর পৌরসভার যে প্ল্যান তৈরি করা আছে বাইপাস সড়কের তা যেন বাস্তবায়ন করে শহরবাসীকে যানজটের হাত থেকে পৌরপিতা মুক্ত করে।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।