হৃদয় দাসঃ করোনা মহামারির এই সংকটাপন্ন সময়ে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে গতকাল ১লা এপ্রিল শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে ত্রান সেবা দেওয়া হয়েছে । উক্ত সেবাকার্য পরিচালনা ও তত্ত্বাবধায়ন করেন চাঁদপুর রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় স্বামী ভবানীশানন্দ মহারাজ। এই মহতি সেবাকার্য সফল করার জন্য সাথে ছিলেন প্রফেসর বিমল আইচ, অমৃত পাল, ছোটন রায়, সোহাগ মজুমদার, আনন্দ প্রসাদ সাহা, প্রিতম পাল, তনয় ভট্টাচার্য্য, দিপক রায়, রিয়াদ হোসেন, এমরান হোসেন, আবুল খায়ের, সুব্রত রায়, নয়ন মজুমদার, হৃদয় দাস, পরশ চক্রবর্তী, পলাশ দাস, তুষার রায়। এছাড়াও সজাগ ফাউন্ডেশন ও সনাতন চাঁদপুর ইউনিট এর সদস্যবৃন্দ। #জীবে প্রেম করে যেইজন/সেইজন সেবিছে ঈশ্বর (স্বামী বিবেকানন্দ)
