মিজানুর রহমান রানা
চাঁদপুর রেলওয়ে সফিউদ্দিন ইন্সটিটিউটের রেলওয়ে কাবের নির্বাচন ১১ সেপ্টেম্বর ২০১৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাবটির সকল তত্ত্বাবধানের দায়িত্বে বাংলাদেশ রেলওয়ে। সেই প্রোপটে বাংলাদেশ রেলওয়ে কর্মরত চাঁদপুরের কর্মকর্তা কর্মচারীরা এ কাবের নেতৃত্ব দিবেন এমন সংবিধানের মধ্য দিয়ে কাবটির গঠনতন্ত্র তৈরি করা হয়েছে। যার ফলে যারা রেলওয়ে কর্মরত তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। কাবের গঠনতন্ত্র মোতাবেক আগামী ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনের অফিসার্স রেস্ট হাউজে ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিরতীহীন ভোটগ্রহণ চলবে। এবারের কাবের এ নির্বাচনে নির্বাচন পরিচালনার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ রেলওয়ের চাঁদপুরের বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত সিনিয়র সাব স্টেশন ইঞ্জিনিয়ার মো. বিল্লাল হোসেন। আর সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন রেলওয়ে বড়স্টেশন মাস্টার সদস্য পিওডব্লিউ লাকসাম লিয়াকত আলী, এলওডব্লিউ রামনারায়ণ ধর, অফিসার ইনচার্জ আরএনবি, হাবিলদার আরএনবি ভারপ্রাপ্ত হেড টিএক্সআর।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা দুবছরের জন্য এ কাব পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০৬জন। আর কাব পরিচালনা পর্ষদে গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে ৯জন সদস্য বিজয়ী হবেন। এ ৯জন সদস্যের মধ্য থেকে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হবে। কার্যকরী পরিষদে সভাপতি ১জন, সাধারণ সম্পাদক ১জন, কোষাধ্য ১জন, দপ্তর সম্পাদক ১জন, ক্রীড়া সম্পাদক ১জন। আর বাকি চারজন কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে ১৭জন প্রার্থী এবং স্বতন্ত্রভাবে অর্থাৎ কোনো প্যানেলের অন্তর্ভুক্ত না হয়ে এককভাবে একজন প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোহাগ মাজহারুল প্যানেলে নির্বাচন করছেন মো. কামরুজ্জামান সোহাগ প্রতীক চেয়ার, মো. মাজহারুল ইসলাম প্রতীক দোয়াত কলম, মো. তৌহিদুর রহমান জনি প্রতীক গোলাপ ফুল, মো. সফিকুল ইসলাম প্রতীক বাই সাইকেল, মো. ফারুক মিয়া প্রতীক মোরগ, মো. তোফাজ্জল হোসেন প্রতীক উড়োজাহাজ, মো. রফিকুল ইসলাম প্রতীক মাছ, মো. সফিকুর রহমান প্রতীক আনারস। আর কাসেম ইসমাইল পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল কাশেম (এসএম) হাজীগঞ্জ প্রতীক বই, মো. ইসমাইল খান প্রতীক প্রজাপতি, আবুল কাশেম মার্কসম্যান প্রতীক তালা-চাবি, হাবিবুর রহমান প্রতীক মই, মনমোহন লাল প্রতীক আম, আবুল হাসেম প্রতীক গরুর গাড়ি, মো. সেকান্দর প্রতীক দেয়ালঘড়ি, মো. রফিকুল ইসলাম প্রতীক ছাতা, আবুল কাশেম (ম্যাট) প্রতীক ফুটবল। এ প্যানেল থেকে নির্বাচনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আর সোহাগ মাজহারুল পরিষদ থেকে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল মালেক শেখ মোমবাতি প্রতীকে নির্বাচন করছেন।
কাবের নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরের রেল বিভাগে উৎসাহ ও আমেজের ভাব দেখা গেছে। এ সকল প্রার্থীরা দিবারাত্রি সকল ভোটারদের ঘরে গিয়ে সকলের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করছেন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. বিল্লাল হোসেন জানান, নির্বাচােনর বিষয়ে আমরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। ইনশাল্লাহ সুষ্ঠু এবং নিরপে নির্বাচন উপহার দিতে আমাদের প থেকে সকল ব্যবস্থা করা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত বাকি সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।