শওকত আলী,:
বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবা সপ্তাহ উপলক্ষে চাঁদপুর রেলওয়ে পুলিশ রেল ট্রেন ও স্টেশন ভবনে অভিযান কালে ২ কেজি গাঁজাসহ মোঃ শাহ জালাল গাজী (২৭) নামে এক মাদকা ব্যবসায়ীকে আটক করেছে। গত রোববার রাত ১০ টা ১০ মিনিটে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ উছমান গণি পাঠানের নির্দেশে থানার এস.আই মোঃ শহীদউল্লা সঙ্গীয় ফোর্সসহ রেলস্টেশনে অভিযান চালায়। এসময় চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী মেঘনা এক্সপ্রেস ট্রেনের যাত্রী এক ব্যক্তির ব্যাগ তল্যাশী করে ২ কেজি গাঁজা পাচারকালে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার, চরবংশী (মোস্তফা গাজী বাড়ি) গ্রামের মৃত হানিফ মিয়া গাজীর ছেলে মোঃ শাহাজালাল গাজীকে গাঁজা ও ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। শাহাজালাল জানায়, সে গাজাগুলো কুমিল্লা শুয়াগাজী থেকে বহন করে লাকসাম এসে ট্রেনযোগে চাঁদপুর আসে। সে এ গাজাগুলো বড়স্টেশন এলাকার শিল্পী বেগমের নিকট পৌছে দেওয়ার কথা ছিল। এর পূর্বে সে গত ৬ মাস পূর্বে চাঁদপুর আবগারির হাতে গাজা সহ আটক হয়ে দীর্ঘদিন কারাগারে ছিল। জামিনে মুক্তি পেয়ে পুণরায় গাজা পাচার কালে রোববার রাতে আটক হয়। এবিষয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৭(ক) ধারা অনুযায়ী মামলার রুজু করা হয়। এব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১। তারিখ : ০৬/১২/২০১৫ পুলিশ আসামীকে সোমবার চাঁদপুর আদালতে হাজির করলে, আদালত তাকে জেলাকারাগারে প্রেরণ করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।