শরীফুল ইসলাম,চাঁদপুর
চাঁদপুর শহরের মাদ্রাসা রোডস্থ বিকল্প লঞ্চঘাটে দুই লঞ্চের চাপায় একই পরিবারের মধ্যে থাকা ১ জন নিহত ও ৬ জন গুরুতন ভাবে আহত হয়। ঘটানাটি ঘটে আজ রবিবার সকাল ১১ টার সময় চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চঘাটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শরয়িতপুর থেকে টলার যোগে একই পরিবারের ৭ থেকে ৮ জন লঞ্চযোগে ঢাকা যাওয়ার জন্য চাঁদপুর লঞ্চঘাটে আসলে টলারটি ঘাটে থাকা রফ রফ লঞ্চ ও রাসেল ৩ এর মাঝখানে ঢুকে পড়ে , সেই সময় টলারের সকল যাত্রী রাসেল ৩ এর পাসের কানিসে উঠলে সেই সময় রফ রফ ও রাসেল ৩ সামনে চাপতে থাকে ঐসময় লঞ্চের পাশে থাকা সকলেই দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে। ঘটনা স্থলে ফাহিমা বেগম (২৬) নামের মহিলা দুই লঞ্চের চাপ খেয়ে নদীতে পড়ে মারা যায়। এবং তার স্বমী ও দু”সন্তানসহ পরিবারের ৬ জন গুরুতর ভাবে আহত হয়। দূর্ঘটনার পওে ফাহিমা ও তার পরিবারের সকলে উদ্বার করে চাঁদপুর ২৫০ সয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকে মৃত বলে জানান। নিহত ফাহিমা হলেন শরিয়তপুর জেলার মালপাড়া এলাকার বসি বাড়ির দেলায়ার বসুর স্ত্রী ফাহিমা। দূঘটনার আহতরা হলেন ফাহিমার স্বামী দেলায়ার বসু (৩৬) তার দুই সন্তান মানিক (৪) ও খাদিজা (৭)এবং পরিবারের মধ্যে আনু মালের ছেলে মিজান (১৬), আলি সিকদারের ছেলে শাহাদাত (১২), আঃ কাদিরের ছেলে কাউসার (৭) তারা প্রত্যেকেই চাঁদপুর সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদেও মধ্যে শাহাদাতকে আশঙ্কা জনক দেখে ঢাকায় পাঠানো হয়। নিহত ফাহিমা ঢাকা কেরানিগঞ্চ ঈদে তার বাপের বাড়িতে বেড়োতে এসে ঢাকা যাওয়ার পথে এই দূঘটনা ঘটে। লঞ্চঘাটে ঘুরে দেখা গেল দূঘটনার পরেও বন্ধ হয়নি মাঝ পথে নৌকা দিয়ে লঞ্চে লোক পারাপার করা। এই ঘটনার পরিপেক্ষিতে দ্রুত প্রদক্ষেপ গ্রহন না করলে সামনে বড় ধরনের দূঘটনা দেখবে চাঁদপুরবাসীকে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।