সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুর শহরের মাদ্রাসা রোডস্থ লঞ্চঘাট পন্টুনে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই নারীকে আটক করেছে নৌ-পুলিশ। আটককৃতরা হলো বরগুনা জেলার ভানু বেগম ও খোদেজা বেগম। এরা যাত্রী বেশে বিভিন্ন মালামালের সাথে ফেন্সিডিল বহন করছিল।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক বহনের অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর নৌ-থানার ইনচার্জ এসআই জহিরুল ইসলাম। সাথে ছিলেন এএসআই রিয়াজুল ও পুলিশ সদস্যবৃন্দ।
চাঁদপুরনিউজ/এমএমএ/