শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর মাদ্রাসারোড লঞ্চঘাটে সিএনজি স্কুটারের উপর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালোনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৮ টি মামলা ও ১০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোঃ রাসেদ। চাঁদপুরে অবৈধ সিএনজি চলাচল করায় যানজট পূর্বের চেয়ে অনেক বেড়ে গেছে। এছাড়া লাইসেন্স ও ফিটনেছ বিহীন সিএনজি শহরে সয়লাভ হয়ে গেছে। তাই সিএনজি স্কুটারের উপর ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২৮ টি মামলা ও জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার বিকেল ৩ টা ভ্রাম্যমান আদালতের অভিযান করার সময় খবর পেয়ে লঞ্চঘাটে সিএনজি আসা কমে গেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোঃ রাসেদ জানায়, লাইসেন্স ও ফিটনেছ বিহীন সিএজির উপর এই অভিযান চালানো হয়েছে। লাইসেন্স না থাকায় মামলা ও জরিমানা করা হয়েছে। মাদ্রাসাঘাট লঞ্চঘাটে এই অভিযান আবারো পরিচালোনা করা হবে।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।