চাঁদপুর লঞ্চ ঘাটে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরে যত্রতত্র ঘুরাফেরা করার অপরাধে সিলেটের ৩ যাত্রীকে ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা পৌনে বারোটা থেকে একটা পর্যন্ত লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন। এ সময় লঞ্চ টার্মিনালের টি আই, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা, স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।