স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর মাদ্রাসা রোডস্থ লঞ্চঘাট এমভি জামাল-৩ ষ্টাফ কেবিন থেকে ২ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুরে আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করে। আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। জানা যায়, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাজা নিয়ে বোগদাদ বাস যোগে চাঁদপুর এসে ২ মাদক ব্যবসায়ী ভোলা যাওয়ার উদ্দেশ্যে এমভি জামাল -৩ লঞ্চে ওঠে। এসময় তারা স্টাফ কেবিন নিয়ে ভিতরে গাজার ব্যাগটি রেখে ১জন বেরিয়ে যায়। নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোশারফ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লঞ্চের ষ্টাফ কেবিনে অভিযান চালায়। অভিযান কালে পুলিশ ২ কেজি গাজা সহ ভোলা জেলার চর ফ্যাশন থানার আহম্মদ পুর গ্রামের মৃত ওসমান মৌলভীর ছেলে কাশেম(৩৮)কে আটক করতে সক্ষম হয়। আটককৃত কাশেম জানায় একই গ্রামের সুমন এই গাজাগুলো নিয়ে এসেছে। পুলিশ অভিযানের পূর্বে কেবিনে ব্যাগটি রেখে খাবার আনতে বাইরে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পরে সে পালিয়ে যায়।