চাঁদপুর : চাঁদপুর-লাকসাম রেললাইনের স্লিপারে কেরোসিন দিয়ে অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবির কর্মীরা।
শনিবার রাত ১১টার দিকে শাহরাস্তির রায়শ্রী এলাকায় এ ঘটনা ঘটায় তারা।
ঘটনার খবর পেয়ে শাহরাস্তি ও জিআরপি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এ ঘটনায় চাঁদপুর লাকসাম রেলপথে স্বাভাবিক ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানায় পুলিশ।
জিআরপি পুলিশ ও শাহরাস্তি থানা পুলিশ সূত্রে জানা যায়, চিতশী ও মেহের স্টেশনের মধ্যবর্তী শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রাম সংলগ্ন রেললাইনে কেরোসিন ঢেলে টায়ারে আগুন দেয় দুস্কৃতিকারীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রেলওয়ের শাহরাস্তি থানাধীন চিতশী রেলপথের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যথাসময়ে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আগুন দেওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন।
জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সহিদ উল্লা বলেন, “ওই ঘটনার বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চাঁদপুর-লাকসাম রুটে সতর্ক অবস্থা জারি করা হয়েছে।”