নৌ-মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুর-শরিয়তপুর ফেরি ঘাটের পুরো নিয়ন্ত্রণ চলে এসেছে কর্তৃপক্ষের হাতে। গতকাল ১৩ আগস্ট বৃহস্পতিবার থেকে ফেরিতে যানবাহন পারাপার এবং ঘাটে গাড়ির সিরিয়ালসহ টোল আদায় কার্যক্রম পরিচালনা শুরু করেছে বিআইডবিস্নউটিএ এবং বিআইডবিস্নউটিসি। ইজারাদারের টাকা আদায় বন্ধ হয়ে গেছে। বিআইডবিস্নউটিসির (বাণিজ্য) চাঁদপুর-শরিয়তপুর ফেরি ঘাট ব্যবস্থাপক ইমরান খান জানান, ইজারাদারের কোনো কর্তৃত্ব এখন নেই। সংস্থার মাধ্যমে নিয়ম মোতাবেক ফেরিতে গাড়ি উঠানো এবং পারাপার স্বাভাবিক রয়েছে।
বিআইডবিস্নউটিএ’র উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার থেকে ঘাট নিজেরাই চালাচ্ছেন। তিনি আরও জানান, উচ্চ আদালতে ইজারাদারের রীট আবেদনের প্রেক্ষিতে যে স্থগিতাদেশ দেয়া হয়েছিলো তার বিরুদ্ধে নৌ-মন্ত্রণালয় ও সংস্থার পক্ষ থেকে আদালতে আপীল করলে আদালত তা ব্রেকেট করে আদেশ দিয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ঘাটে ইজারাদারের আর কিছু থাকলো না।
শরিয়তপুর ফেরিঘাটের ইজারাদার জিতু বেপারী আদালতের আদেশ স্বীকার করে বলেন, আইনগতভাবে ঘাট সংস্থা চালাবে ঠিকই, ইজারা প্রথার বিষয়ে আগামী ২৯ আগস্ট উচ্চ আদালতে পূর্ণবেঞ্চে শুনানি হবে। জিতু বেপারী আরো জানান, একমাস ঘাট চালানোর জন্যে আদালতের আদেশ ছিলো। কর্তৃপক্ষ ইজারাদারের কাছ থেকে রাজস্বও নিয়েছে। ৩১ জুলাই কার্যাদেশ দেয়া হয়। একমাস পূর্ণ হতে ২৯ আগস্ট পর্যন্ত সময় আছে। তার আগেই ঘাট থেকে সরে আসতে হয়েছে। কিন্তু আমাদের জমাকৃত টাকা ফেরৎ দিচ্ছে না।
সচেতন এবং পর্যবেক্ষক মহল মনে করছেন, ফেরি ঘাটের ইজারার কারণে সংঘবদ্ধ চাঁদা আদায় চক্র গড়ে উঠে। চাঁদা আদায় নিয়ে বিবাদেরও সৃষ্টি হয়। যাত্রী ও যানবাহন চালক এবং ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। ইজারা না দিয়ে কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ঘাট পরিচালনা করলে ফেরিঘাটে শৃঙ্খলা ফিরে আসবে।
গতকাল দু্ই সংস্থার লোকজনই ফেরি ঘাট পরিচালনা করতে দেখা যায়। চাঁদপুর মডেল থানা পুলিশ সরকারি এ কাজে আদালতের নির্দেশ অনুযায়ী সহযোগিতা করে, যাতে কেউ বিশৃংখলা করতে না পারে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ জুন চাঁদপুর-শরিয়তপুর ফেরিঘাটের ইজারার এক বছর সময়কাল শেষ হয়। নতুন করে ইজারা দেয়া হয়নি। রাজনৈতিক অস্থিরতায় আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আদালতে রীট করে ইজারাদার। আদালত তাদের এক মাস সময় দেয়ার আদেশ দিয়েছিলো। সেই সময় শেষ না হতেই আদালতের আদেশে ফেরি ঘাট সরকারি সংস্থা পেলো।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

