রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের পরিবেশ সুন্দর করতে এবং ব্র্যাডিং জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন পৌরসভার মাধ্যমে শহরের বাসস্টেশন এলাকার বড় ৩টি বিল বোর্ড অপসারনের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় সিদ্ধন্ত গ্রহণ করে পৌরসভার মাধ্যমে এসব বিল বোর্ড সরানোর কাজ শুরু করেছে। গত বুধবার চাঁদপুরের কয়েকতরুণ এই বিলবোর্ডের বিষয়ে ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ছয়িড়ে দেয়। চাঁদপুর জেলাকে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ব্র্যান্ডিং জেলা হিসেবে ও আলোকিত চঁদপুর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্যই শহরের পরিবেশ সুন্দর রাখতে এসব বিলবোর্ডগুলো অপসারনের বিষয়ে বহুবার সিদ্ধন্ত গ্রহণ করে চাঁদপুর পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়। সেই মতেই চাঁদপুর স্টেডিয়ামের সম্মুখের ইলিশ চত্তর ফোয়াড়ার পাশে যে বিশাল বিলবোর্ডটি দ-ায়মান সেই বোর্ডটি সিরানোর কাজ করা হচ্ছে। একই ভাবে ফয়সাল শপিং সেন্টার ও তার পূর্বপাশের বিলবোর্ডটিও সরানো হবে। আর এইসব উচ্চতার বিলবোর্ড সরালেই শহরের পরিবেশ অনেকাংশেই সুন্দর হবে।